Soumo Sil

Children Stories Inspirational Children

4  

Soumo Sil

Children Stories Inspirational Children

নিরুপমার স্বাধীনতা

নিরুপমার স্বাধীনতা

1 min
316


নিরুপমার ছোটবেলা থেকেই ইচ্ছা সে বড়ো হয়ে ভূগোল নিয়ে পড়বে, মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর তার বাবা-মা বললো তোমার যা মন চায় তুমি তাই নিয়েই পড়ো।

নিরুপমা খুশি মনে আর্টস নিয়ে স্কুলে ভর্তি হলো, একদিন তাদের পাশের বাড়ির সুবোধ জেঠু তার বাবাকে এসে বললো "কেন তুই তোর মেয়েকে আর্টস নিতে দিলি বারণ করতে পারলি না?" "জবাবে নিরুপমার বাবা বললো "আসলে আমার মেয়েকে আমি তার নিজের পছন্দ মতো বিষয় নিয়ে পড়ার স্বাধীনতা দিয়েছি, তাই ওর যা মনে হয়েছে ও সেটা নিয়েই পড়বে।" তার মনটা খুশিতে ভরে ওঠে।

নিরুপমার ঘোর কাটে একটা ধাক্কায়, তার বাবা চিৎকার করে বলছে "সায়েন্স নিয়ে পড়া একটা মেয়ের এত সকাল অবধি ঘুমোনো ঠিক নয়।"


~ অধিকাংশ বাড়ির অভিভাবকরা প্রতিনিয়ত তাদের ছেলে-মেয়েদের পছন্দ মতন বিষয় নিয়ে পড়ার স্বাধীনতা হরণ করে যাচ্ছে, এর ফলে তাদের মধ্যে লেখাপড়ার প্রতি অনীহা দেখা দিচ্ছে।


Rate this content
Log in