একটুকরো মেঘ
একটুকরো মেঘ
স্নেহের বৃষ্টি,
অনেকদিন তোর কোনো খবর পাইনা। আকাশে মেঘ জমে আছে তবু বৃষ্টির নামমাত্র নেই.. তুইও নেই সেই ঘন্টার পর ঘন্টা একনাগাড়ে হেঁটে চলা.. মুগ্ধ নিষ্পলক নয়ন কিছুই নেই.. ফুচকা কম্পিটিশনই বা কে করবে আমার সাথে বল? সেই মনে আছে আউটরাম ঘাটে বেড়াতে যাওয়া? দশ মিনিট দেরী করেছিলাম বলে কত কি বলেছিলি আমায়!এক হপ্তা কথা বলিসনি। আচ্ছা এখনো অতো রাগ করিস? কই আমার উপর তো আর করিসনা.. সেই সেবারে একটু জ্বর হল আমার,পাঁচদিন বিছানার ধারে পড়ে রইলি,একফোঁটা নড়লিনা আর কত রাগ দেখালি একটু বৃষ্টিতে ভিজেছি বলে।
কই আর তো রাগ করিসনা ঝগড়াও করিসনা আমার সাথে! কি হল বল দেখি তোর?সেই যে গেল মাসে চলে গেলি আর সাড়া পেলামনা তোর। বুকে খুব ব্যথা হয়েছিল তোর.. কি যেন ফুটো হয়ে গেছিল ভিতরে। কত ডাকলাম তোকে মন থেকে তাও তুই এলিনা৷সকলে কত বোঝালো কত কি বললো,তাও একটু বৃষ্টির আশায় আমি আজও বসে আছি..
তোর মেঘ
#love