যদিও তুমি
যদিও তুমি


অনেক তপ্ত বছর পেরিয়ে
হঠাৎ একপশলা বৃষ্টির মতো এসে
ভিজিয়ে গেলে তুমি আবার আমাকে !!
যে কলম থেমেছিল একদিন,
তোমার বিদায়ের কালে,
আবার পেল ভাষা যেন
অফুরান-উদ্দামে।
স্বযত্ন-লালিত স্মৃতি সব কুঁড়ি হয়ে
পাঁপড়ি মেলার আনন্দে ছিল মশগুল,
বাতাসে ভাসাল আমন্ত্রণ ভ্রমররাজিকে,
আগত বসন্তের।
তারপর অকালবসন্তে
কুঁড়ি সব বিকশিত করে
ঝুপ করে ডুব দিলে তুমি,
আবার ,
আঁধারের গভীরে।।