কেন এমন হয় না
কেন এমন হয় না


উল্কা হয়ে পড়তে থাকা তারা,আবার স্বমহিমায় ফিরে গিয়ে জ্বলজ্বল করছে নক্ষত্র রূপে,
সমুদ্রের বুকে ধেয়ে আসা সুনামি, আবার ফিরে গিয়ে পরিণত হয়েছে সংযত, দৃষ্টিনন্দন লহরীতে,
ষড়রিপুর অনিয়ন্ত্রিত মাত্রার অবশ্যম্ভাবী ফলস্বরূপ প্রকটিত আস্ফালনকে আবার পরিমার্জিত রূপদান,
হয়েছে কখনও?
না, এমন হয়নি কখনও...
আগ্নেয়গিরির উদ্গীরিত লাভা ফিরে গিয়েছে আবার পর্বতবক্ষে,
পর্বতহৃদয় থেকে বেরিয়ে আসা উচ্ছ্বল সহস্রধারা ঝর্ণা আবার ধারণ করেছে নিথর হিমবাহরূপ,
মুখ থেকে বেরিয়ে আসা তীরের ফলার মতন কথা নিমেষে অদৃশ্য হয়ে শান্ত করেছে শ্রোতার ক্ষতবিক্ষত হৃদয়,
হয়েছে কখনও?
না, এমন হয়নি কখনও...
তাই তো আজও ভরা শ্রাবণের সজলস্পর্শে,
ঢেকে রাখা ক্ষতগুলো জ্বলজ্বল করে ওঠে।
কাঁপতে থাকা আবেগগুলো অনুভূতিহীন হয়ে পরিণত হয় নিশ্চল বিন্দুতে, ঠিক শেষবেলার হৃদস্পন্দনের মত...
আর অসংখ্য নীড়ছেঁড়া প্রাণ সারাজীবন হাতড়ে বেড়ায় তাদের পুরনো ভালোবাসা.....