ভুল সংশোধন
ভুল সংশোধন

1 min

532
লাল চশমার আড়াল থেকে
দ্যাখো, মনে হবে গোটা পৃথিবী
রক্তিম বর্ণ ধারণ করেছে।
পরমুহূর্তে চশমার কাঁচ সাদা করলে
চোখের সামনে বাস্তবতার সন্ধান
মিলবে।
সূর্য থেকে চন্দ্রের দূরত্ব মাপলে
যে পরিসংখ্যান পাওয়া যায়,
সেই দূরত্ব পৃথিবী থেকে
অবশ্যই ভিন্ন হবে,
অথচ চাঁদ কিন্তু তার কক্ষ পথ
পরিবর্তন করে নি,
জীবনের এইসব ভুল গুলো যদি
সংশোধন করতে না পারি
তবে সিদ্ধান্তে ভুল হওয়া খুব
স্বাভাবিক।