আমি লেখক বা কবি নই, ছন্দময় জীবনের প্রতিপদে আমরা নিত্য নতুন শিক্ষা গ্রহন করছি | ছোটো ছোটো শব্দ বন্ধনী গুলি লেখনীর টানে যখন একত্রিত হয় তখন সেগুলি তাদের ভাব প্রকাশ করে | এই ভাবনা যখন কারুর মন অথবা হৃদয় ছুঁয়ে যায় তখন সেই শব্দ বন্ধগুলি প্রাণ প্রতিষ্ঠা পায় |
জীবনের চলার পথে কখনো উত্থান... Read more
আমি লেখক বা কবি নই, ছন্দময় জীবনের প্রতিপদে আমরা নিত্য নতুন শিক্ষা গ্রহন করছি | ছোটো ছোটো শব্দ বন্ধনী গুলি লেখনীর টানে যখন একত্রিত হয় তখন সেগুলি তাদের ভাব প্রকাশ করে | এই ভাবনা যখন কারুর মন অথবা হৃদয় ছুঁয়ে যায় তখন সেই শব্দ বন্ধগুলি প্রাণ প্রতিষ্ঠা পায় |
জীবনের চলার পথে কখনো উত্থান আবার পতন অনিবার্য |
পুঁথিগত শিক্ষার চেয়ে বাস্তব ও সামাজিক শিক্ষালাভ পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা |
আমি বাস্তব ও অবাস্তবকে গুলিয়ে ফেলতে পছন্দ করিনা |
চোখে আঙুল দিয়ে আমার ভুল যদি কেউ ধরিয়ে দেয় তাকে আমি সম্মান করি |
অন্যায়ের বিরুদ্ধে জ্বলে ওঠে আমার কলম | অন্যায়ের বিরুদ্ধে আমার লেখনীর কালি,আগুনের মতো ঝরবে |
আমি ভাগ্যবান কারণ আমি পৃথিবীবাসী | উচ্চাকাঙ্ক্ষা নেই | প্রতিদিন যেটুকু আমার জন্য বরাদ্দ সেটাই যথেষ্ট মনে করি |
মনটা খুব কেঁদে ওঠে যখন নীতি দুর্নীতির কারণে কারুর না কারুর প্রিয়জন হারানোর হৃদয়বিদারক কান্না শুনতে পাই |
লেখাসংক্রান্ত আলাপচারিতায় সঙ্গে আছি 🙏😊👍 Read less