Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

#Non-Stop November : T30 Cup edition

SEE WINNERS

Share with friends

"একা একা আমরা খুব অল্প কিছু করতে পারি, একসাথে আমরা অনেক কিছু করতে পারি" - হেলেন কেলার

বিশ্বের সাহিত্যের ইতিহাসে স্টোরি মিরর প্রথমবার নিয়ে এসেছে: "নন স্টপ নভেম্বর: T30 কাপ এডিশন লেখকদের জন্য। এটা একটি লেখার প্রতিযোগিতা যেখানে লেখক খেলবেন শব্দ গুলি নিয়ে তার দলের বাকি সদস্যদের সাথে। এই প্রতিযোগীতায় প্রয়োজন হবে ৩০ টি আলাদা লেখা ৩০ দিনের জন্য যেখানে প্রতিযোগীদের তাদেরকে প্রদেয় বিষয় আর থিমের ওপর নির্ভর করে লিখতে হবে ।

আধুনিক সাহিত্যের যে বদল আসছে সেখানে আপনি সুযোগ পাবেন শব্দ নিয়ে নতুন ধরনের একটি খেলা খেলার

তাহলে, আপনার মধ্যে লেখার যে ক্ষমতা সেটি কী এরমধ্যেই তার শিখরে ওঠে নি ?

প্রতিযোগিতার বিষয়

মোট ৫ টি দল থাকবে। দল A , দল B, দল C, দল D, দল E । স্টোরিমিরর এর তরফ থেকে লেখকদেরকে বিভিন্ন দলে দেওয়া হবে। এই দল গুলি কোনো নির্দিষ্ট ভাষার ভিত্তিতে হবে না বরং একটি দলে নানারকম ভাষার সদস্যরা থাকবে। প্রত্যেক লেখক কে তার দলের সদস্যের সমন্ধে ই মেল করে জানানো হবে। প্রত্যেক দলের জন্য একটি আলাদা করে হোয়াটস অ্যপ গ্রুপ খোলা হবে যাতে তাদের নিজেদের মধ্যে যোগাযোগ থাকে। প্রত্যেক দলে স্টোরি মিরর এর তরফ থেকে একজন নিজস্ব প্রতিনিধি থাকবে।

৩০ দিনের লেখার জন্য ৩০ টি আলাদা আলাদা বিষয় থাকবে। আপনাকে ওই বিষয়টি লেখায় ব্যবহার করে লেখায় ওই বিষয়কেই প্রাধান্য দিতে হবে । এটা যেকোনো ধরনের, যে কোনো ক্ষেত্রের হতে পারে ।

বিষয় -

১ লা নভেম্বর - বই

২ রা নভেম্বর - সিনেমা

৩ রা নভেম্বর - উৎসব

৪ঠা নভেম্বর - আমার দেশ

৫ই নভেম্বর - যেকোনো ঋতু

৬ ই নভেম্বর - বন্ধু

৭ ই নভেম্বর - পরিবার

৮ ই নভেম্বর - নায়ক

৯ ই নভেম্বর - ভয়

১০ই নভেম্বর- জাদু

১১ ই নভেম্বর - ভ্রমণ

১২ ই নভেম্বর - টাকা

১৩ই নভেম্বর - খেলা

১৪ ই নভেম্বর - বাচ্চা

১৫ ই নভেম্বর - ভালোবাসা

১৬ ই নভেম্বর - কল্পনা

১৭ ই নভেম্বর - রহস্য

১৮ ই নভেম্বর - রূপকথা

১৯ শে নভেম্বর - জন্মদিন

২০ শে নভেম্বর - পরবর্তী জীবন

২১শে নভেম্বর - আগন্তুক

২২শে নভেম্বর - সুপার পাওয়ার

২৩ শে নভেম্বর - ভিনগ্রহী

২৪ শে নভেম্বর- রাজত্ব

২৫শে নভেম্বর - সফলতা

২৬ শে নভেম্বর - বিবাহ

২৭ শে নভেম্বর - স্বপ্ন

২৮ শে নভেম্বর - স্বাধীনতা

২৯ শে নভেম্বর - পুরাণ

৩০শে নভেম্বর - কল্পবিজ্ঞান

নিয়ম :

আপনাকে শুধুমাত্র দেওয়া প্রম্পট এর উপরেই লিখতে হবে

আপনি একটি বিষয়ের ওপর একটির বেশি লেখা দিতে পারেন যাতে আপনার দলের জিততে সুবিধা হয় ।


প্রতিযোগীকে তার নিজস্ব লেখাই জমা দিতে হবে ।

ই মেল বা হার্ড কপির মাধ্যমে কোনো লেখা জমা দিলে বা প্রতিযোগিতার লিংক ছাড়া কোনো লেখা জমা দিলে সেটি গ্রহন করা সম্ভব হবে না

প্রতিযোগিতায় অংশগ্রহণের কোনো প্রবেশ মূল্য নেই ।

আপনার প্রোফাইলে সার্টিফিকেট সেকশনে আপনার সার্টিফিকেট টি রাখা থাকবে।

পুরষ্কার :

দল গত পুরস্কার -

কোনো দলকে বিজেতা হিসেবে নির্ধারিত করা হবে সেই দলের এডিটর স্কোর এবং প্রদেয় বিষয়গুলির ওপর তাদের জমা করা লেখার সংখ্যা আর তাদের বিষয়ে পাঠকদের এনগেজমেন্ট এর উপর।

1. যে দল জয়ী হবে তার সদস্যরা নীচের পুরস্কার গুলি পাবেন

স্টোরিমিরর শপে ব্যবহার করা যাবে এরকম ১৫০ টাকা মূল্যের গিফ্ট কুপন

স্টোরি মিরর প্রকাশনা থেকে প্রকাশিত হওয়া সমস্ত হার্ড কপি বইয়ের ওপর ২০% ছাড়।

ডিজিট্যাল সার্টিফিকেট

2. যে দল রানার আপ হবেন তার সদস্যরা নীচের পুরস্কার গুলি পাবেন।

স্টোরিমিরর শপে ব্যবহার করা যাবে এরকম ১০০ টাকা মূল্যের গিফ্ট কুপন

স্টোরি মিরর প্রকাশনা থেকে প্রকাশিত হওয়া সমস্ত হার্ড কপি বইয়ের ওপর ১০% ছাড়।

.

ডিজিট্যাল রানার আপ সার্টিফিকেট .

যে দলের সবথেকে বেশী প্রতিযোগী থাকবে সেই দল স্টোরিমিরর শপে ব্যবহার করা যাবে এরকম ১৫০ টাকা মূল্যের গিফ্ট কুপন পাবে এবং একটি স্পেশ্যাল সার্টিফিকেট পাবে।


একক পুরস্কার

যে সমস্ত প্রতিযোগীরা ৩০ বা তার বেশী লেখা জমা দেবেন সমস্ত বিষয়ে তারা স্টোরি মিরর এর তরফ থেকে একটি হার্ড কপি বই উপহার পাবেন প্রত্যেক ভাষা এবং বিভাগের জন্য । এতে নির্বাচিত হতে গেলে সবথেকে কম যে এডিটরিয়াল স্কোর থাকতে হবে সেটা হলো ৬। যদি প্রতিযোগী ভারতবর্ষের বাইরে থাকেন তাহলে তিনি শুধুমাত্র ই বুক উপহার পাবেন।

যে সমস্ত প্রতিযোগী ১৫ থেকে বেশী কিন্তু ৩০ এর থেকে কম লেখা জমা করবেন সমস্ত বিষয়ের ওপর তিনি স্টোরি মিরর এর তরফ থেকে বিনামূল্যে একটি ই - বুক পাবেন। এতে নির্বাচিত হতে গেলে সবথেকে কম যে এডিটরিয়াল স্কোর থাকতে হবে সেটা হলো ৬।

প্রত্যেক প্রতিযোগী একটি করে অংশ গ্রহন মূলক সার্টিফিকেট পাবেন।

বিশেষ পুরস্কার

বিজেতা কে একটি ট্রফি আর সার্টিফিকেট দেওয়া হবে ।

T30 কাপের সবথেকে সেরা লেখক -

যে লেখক/লেখিকা প্রদেয় ৩০ টি থিমের উপর সবথেকে সবথেকে ভালো লেখা জমা দেবেন। সেই লেখক /লেখিকাকে স্টোরি মিরর এর তরফ থেকে বিনামূল্যে একটি পেপারব্যাক বই প্রকাশ করার কনট্র্যাক্ট দেওয়া হবে

T30 কাপের সবথেকে ধারাবাহিক লেখক - সমস্ত ভাষা মিলিয়ে যে লেখক সবথেকে বেশী লেখা জমা দেবেন


বিভাগ : গল্প, কবিতা

ভাষা - ইংলিশ, হিন্দী, মারাঠী, গুজরাটি,তামিল, তেলেগু, মালয়ালম, কানাড়া, উড়িয়া এবং বাংলা

জমা দেওয়ার সময়: ১লা নভেম্বর ,২০২২ থেকে ৫ ই ডিসেম্বর ২০২২

ফলাফল : ২৫শে জানুয়ারি ২০২২

যোগাযোগ :

Email: neha@storymirror.com

Phone number: +91 9372458287

WhatsApp: +91 8452804735



Trending content