Aparna Chaudhuri

Children Stories Classics Inspirational

3  

Aparna Chaudhuri

Children Stories Classics Inspirational

মা সাজা

মা সাজা

1 min
400



নিজের পুতুলটাকে কোলে নিয়ে ছোট্ট মিঠাই গেলো নীচে দাদুর ঘরে। দাদু এই সময় ইজি চেয়ারে বসে খবরের কাগজ পড়েন।

“দেখো দাদাই এটা আমার মেয়ে। আজ আমি ওর মা সেজেছি।“ বলেই ওর খেয়াল হল দাদাইয়ের গেঞ্জির গলার থেকে উঁকি মারছে একটা ছোট্ট বেড়ালছানার মাথা। বুকের উষ্ণতায় নিশ্চিন্তে ঘুমিয়ে আছে গেঞ্জির ভিতরে।

আজ সকালে বাগানে, পেয়ারা গাছের তলায় ওটাকে পেয়েছেন প্রশান্তবাবু। ইঁদুর মারার বিষ মাখানো রুটি খেয়ে মরে কাঠ হয়েছিল মা বেড়ালটা । আর সদ্যোজাত শিশুটা মায়ের স্তন্যপান করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল।

মিঠাইয়ের জিজ্ঞাসু দৃষ্টির দিকে তাকিয়ে উনি হেসে বললেন,” আজ আমি ওর মা সেজেছি।“

সমাপ্ত 


Rate this content
Log in