গল্পগুচ্ছ
গল্পগুচ্ছ


গল্পগুচ্ছ
বাস্তব ঝুলে কথার ছলে। এগিয়ে চলে জীবন সঙ্গে করে একের পর গল্প। অতীতে যা ছিল আমার তা হয়েছে এখন গল্প। করে না কেউ বিশ্বাস। তবু এগিয়ে চলি নির্মম বাস্তবে যুক্তি আঁকড়ে গল্পকে প্রবন্ধ করার চেষ্টাই।
ওই যে মোবাইল হাতে আমার পরবর্তী প্রজন্ম পাবজি খেলে, তাকে যখন বলি আমরা ছোট বেলায় লম্বা সূতোর দুই প্রান্তে দুটো ফাঁকা দিয়াশলাই বাক্স বেঁধে বন্ধুরা দূরে থেকেও বলতাম কথা; তারা বলে গল্প কেন শোনাও আমাদের বৃথা।
তাদের যখন বলি স্কুলে যেতাম পলি প্যাকে ভরে বই, ব্যাগ ছিল না আমাদের কই। তাদের কাছে ঠেকে সেটা গল্প। রেডিও ছিল গোটা গ্রামে একটা, খবর শুনতে যেত সবাই সেথা সন্ধ্যা বেলা। আরে রেডিও/ বেতার সেটা আবার কি জিনিস? সবই তো আছে মোবাইলে, আছে হটস্টার। সবই গল্প বুঝলেন, সবই এখন গল্প। এগিয়ে চলি বাস্তবে কদম কদম অতীতে বেঁধে গল্পে।
মর্নিং স্কুলে সাদা কাপড়ে মুড়ি, আর ডাব গুড় বেঁধে নিয়ে যেতাম টিফিন করবো বলে। না না ওসব গল্প বলে হবে না লাভ। আজ আমার টিফিনে চাই ম্যাগি, কিম্বা পিৎজা।পিছন ফিরে যখন তাকাই আমি পুরো জীবন মনে হয় এক গল্পগুচ্ছ।