STORYMIRROR

RongMoshal

Drama

3  

RongMoshal

Drama

০০১

০০১

2 mins
243

তাকে দেখা যেত প্লাটফর্ম নঃ ৫ ভাঙ্গা বেঞ্চটির পাশে বসে থাকতে

পরনে সাদা মাটা পোশাক আর একজোড়া লাল জুতো

রোজ সকল ৯.৩০ একটি ট্রেন এসে থামতো, আর অসংখ্য লোকের কোলাহল পরিবেশটাকে শ্বাসরুদ্ধ করে তুলতো

কিন্তু তার দৃষ্টি নিবিষ্ট থাকতো একটি মানুষের ওপর

সবুজ পাড় শারী হতে কুশির ব্যাগ এক অপরূপ নারী 

কখনও তাকে দেখে কখনও বা অমান্য করেই সামনে দিয়ে দ্রুত চলে যেত

ছেলেটির স্তির দৃষ্টি তার মাধূর্যের পরিমাপ করে নিত ইতিমধ্যেই

এরপর দিন যায় মাস যায়

মেয়েটিও তার উপস্থিতি স্পষ্ট লক্ষ্য করলো কিন্তু কারণ বুঝতে পারলো না

শেষে একদিন সাহস করে জিজ্ঞেস করে বসলো- কি দেখো অমন করে রোজ?

উত্তরে ছেলেটি বলল - তোমাক বোঝার চেষ্টা করি।

মেয়েটি কিছু না বলে চলে গেলো

তাদের চোখের চাউনি জানো না বলা কথাগুলো বলে দিতে লাগলো, না ঘটা ঘটনাগুলো বাস্তবিত করলো

একদিন মেয়েটি ছেলেটার হাত ধরে নিয়ে গেলো তার দরজার সামনে, বলল - যদি সত্যি বুঝতে চাও তাহলে ভেতরে এসে দেখতে হবে।

ছেলেটি কিছু বলে নি, মেয়েটি টাকে একটা চেয়ারে বসতে দিল

ছেলেটি তখন ও নিস্তব্ধ, তার দৃষ্টি শুধু মেয়েটিকে অবিরাম অনুসরণ করে চলেছে

মেয়েটি তার হাতে হাত রেখে বলল- তোমার চোখ দুটো নিস্পলক! আমি কৌতুহলী হই, কি চায় এরা!!

ছেলেটি কিছু না বলে তার ঘাড়ে একটা কামর বসিয়ে দিলো 

রক্ত শুষে নিল প্রাণ ভরে, তার কারণ সে ভ্যাম্পায়ার ছিল


কিছুদিন পর আবার তাকে দেখা যায় 

অন্য কোনো দেশে অন্য কোনো বেশে 

কিন্তু পাল্টায়নি শুধু সেই স্থির দৃষ্টি আর একজোড়া লাল জুতো।


Rate this content
Log in

More bengali story from RongMoshal

Similar bengali story from Drama