যাচনা অর্পিতা সরকার
যাচনা অর্পিতা সরকার


১.
যাচনা
আজ এক মুঠো ভাত দিবি মন?
আলুনি হোক,আধ পোড়া গ্রাস দিবি?
এক দু পালক ঘুম দিবি ভিক্ষায়?
কয়েক জীবন নিঝুম খিদে,অন্ধ রাতে বেহেস্ত বোনা হয়নি
খিড়কি উঠোন খাক হয়েছে কবে,এখন আমার জানলাটুকু বাকি;
অমলতাস,আজ ফিরিয়ে দিবি নাকি?
২.
সম্ভব
ছুঁয়ে দেখো
বাসন্তী চাঁদের তলায় শুয়ে আছি,
ক্ষতচিহ্নে হাত রাখো, আবিরে রাখো লাল,
বিপ্লব রাখো স্লোগানে স্লোগানে প্রত্যয়
ছুঁয়ে দেখো,আমি দিন বদলের মতো জেগে উঠতে পারি
৩.
ঘুমের ঘোরে
ঘুম পাচ্ছে খুব
কুরুক্ষেত্রের নিঃশ্বাসের মতো ঘন
নিঃস্ব রক্তাক্ত ঘুম অবশ করছে ধীরে ধীরে ,
এবার তুমি এসো,
এবার আমায় বুক পেতে নাও
হাতের পাতায় রাখতে দাও মুখ
লুকোনো মন্ত্রে এঁকে দাও নদী আমার নামের বদলে
এঁকে দাও নিঃঝুম রাত,
নগ্নতা দাও মগ্ন করো তোমার ভেতর
আমায় এবার গাছ করে দাও।