STORYMIRROR

Avishek Satpathi

Abstract

5.0  

Avishek Satpathi

Abstract

উত্তরণ শব্দ শুধু নয়।

উত্তরণ শব্দ শুধু নয়।

1 min
1.4K


উত্তরণ শব্দ শুধু নয়।

ঘাম, অশ্রু, ব্যর্থতা সাফল্যের কাহিনী ও নয়,

উত্তরণ আবহমান।

স্পাটাকাস থেকে মে দিবসের উত্তরণ

টাইগ্রিসের জলে জাল ফেলে জেলে

অতীতের সিঁড়ি বেয়ে উঠে আসে বর্তমান।

একদিন নোরগে, হিলারির পায়ের ছাপ

ছবি এঁকেছিলো এভারেস্টের সুন্দরতম পৃষ্ঠায়।


দ্রাবিড় রমণীর বাজরার রুটিসেকা হাত

পাথর কেটে কেটে অজন্তায় শিল্পীর ক্লান্ত রাত।

উত্তরণ শব্দ শুধু নয়।

ঘাম, অশ্রু, ব্যর্থতা সাফল্যের কাহিনী ও নয়,

উত্তরণ আবহমান।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract