তুমি আমায় দেখাও প্রভু
তুমি আমায় দেখাও প্রভু


তুমি আমায় দেখাও প্রভু
কূলে যাবার ভেলা,
কূল-কিনারা ছাড়া আমি
বিদায় সন্ধ্যাবেলা।
না পাই যদি তোমার পরশ
মরুতুল্য জীবন নিরস,
বাঁচার মন্ত্র নেই যে প্রাণে
অন্ত আমার শূন্যপানে।
সবার অতীত, জ্ঞানের অতীত
নিত্য তুমি সদাই ব্যতীত
পথিকেরে নাওগো তুলে
জীবন যেথায় অবহেলে।
কৃপা তোমার চাই যে আমি,
দিন-দুনিয়ার তুমিই স্বামী,
তোমার স্নেহের ক্ষুদ্রতম
ভালোবাসায় নিকটতম।
আসা যাওয়ার জীবনখানি,
কেনা-বেচায় হয়েছে খালি---
নিজেরে নিজে দিয়েছি ফাঁকি
যাবার বেলায় তাইতো ডাকি।