ঠাকুরমার কথন
ঠাকুরমার কথন


অনুভবে প্রবেশ করতাম ঠাকুরমার ঝুলিতে,
অনিঃশেষ রঙিন স্বপ্নের ইতিকথা ছিল ভাষাতে,
রূপকথার রাজ্যে অনায়াসেই ঢুকে পড়ার ছাড়পত্র,
খুঁজে পেত রূপকথারা চিত্রপট ঠাকুরমাকে দেখামাত্র।
শৈশবের শুরু দুরন্তপনা আর অলীক ইচ্ছায়,
উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত মন খোঁজে নতুন উপায়;
শাসনের বিরুদ্ধে সংগ্রাম ঠাকুরমার প্রশ্রয়,
শাস্তি মকুবের পুনর্বিবেচনায় নিশ্চিন্তের আশ্রয়।
মোমবাতির আলোতে ছিল স্বপ্নের রাজত্বে বিচরণ,
নিবিড় সাহচর্যে উন্মুখ ঠাকুরমার পুরাতনী কথন,
রূপকথার বর্ণনাময় অধ্যায় সমুজ্জ্বল মনের দোরে,
অমোঘ আকর্ষণ আজও কড়া নাড়ে জীবন সায়াহ্নে।