STORYMIRROR

Debashis Bhattacharya

Others

2  

Debashis Bhattacharya

Others

তোমার দেওয়া ক্ষুদ্র জীবন

তোমার দেওয়া ক্ষুদ্র জীবন

1 min
679

তোমার দেওয়া ক্ষুদ্র জীবন

চায় যে সদাই তোমার শরণ,

না হয় যদি তোমার মিলন

বৃথাই করে মৃত্যু বরণ ।


সূর্য্য-চন্দ্র-তারার মাঝে

ভূমন্ডল যে লুকায় লাজে,

ক্ষুদ্রতর তার মনে বাজে

আকার ছোট বড়োই কাজে।


এই ধরাতেই আসা-যাওয়া

কিছু চাওয়া, কিছু বা পাওয়া,

ভোগের জন্য শুধুই চাওয়া

যাবার বেলায় শূন্য হওয়া।


কটা দিনের এই জীবনখানি

বৃথাই করে টানাটানি,

কে বা রাজা কে বা রানী

দিন বা দুঃখীর বিদায় জানি।


এরই মাঝে করো আগমণ

জোগাও শুধু মায়ার বন্ধন,

অনুসন্ধানে না পায় সন্ধান

বৃথায় করে অন্বেষণ।


ঠিকানা তোমার নেইকো জানা

দূর গগনে চলতে মানা,

ইচ্ছা তোমার ষোলো-আনা

ভুবন-মাঝে আনাগোনা।


Rate this content
Log in