শ্রেষ্ঠ রাজা
শ্রেষ্ঠ রাজা
লিখেছিলে - 'আবোল তাবোল '
ও তো আবোল তাবোল নয় -
ছড়া কবিতার প্রতিটি ছত্রে
আছে তীক্ষ্ম বুদ্ধির পরিচয় !
সোডার ভুরভুরির মত হাসি
প্রতিটি লাইন থেকে আসি
হৃদ্য় জুড়িয়ে দেয় আমজনতায়
আজও সমান মূল্য তোমার রচনায় !
'হাসির রাজা' , কোথা হতে পেলে এত হাসি
রোগশয্যায় শুয়েও তুমি রাশি রাশি
সমাজকে দিলে উপহার ....
সৎপাত্র , গোফচুরি , বিদ্যেবোঝাই বাবুমশাই
অসংখ্য ব্যঙ্গ চিত্র আঁকলে হে চিত্রকার !
সংসারে সন্দেহ ,ভয়, শোক ,তাপ
মোহ ,মৃত্যু ,চিন্তা থেকে খুলেছো মুক্তির দ্বার !
অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন রবীন্দ্রনাথ
বিদেশীদের কছে করিয়েছিলে প্রথম পরিচয়
মৃত্যু যখন শিয়রে
তখনও ছিলেন নাথ , তুমি ছিলে প্রসন্ন হৃদয় !
আজ শততম প্রয়াণ বর্ষে জানাই প্রণাম
'সুকুমার রায়' হাসির দেশের
শ্রেষ্ঠ রাজার নাম !!
