STORYMIRROR

Manik Goswami

Others Children

3  

Manik Goswami

Others Children

সাধ

সাধ

1 min
210


হঠাৎ বাহির হতে

ছোট্ট খোকন ছুটে এসে জানালো হাত পেতে ।

মা, আজ কিছু পয়সা দাও না মোরে,

ঘুড়ি কিনে, সুতো বেঁধে দেব ছেড়ে তারে ।


যেথায় যাবে তার খুশি,

হয়তো নীল আকাশে মিশি,

যতদূর যেতে ইচ্ছে জাগে মনে,

ছাড়বো আমি সুতো তত তার পাখার টানে ।


কত পাখি বেড়ায় উড়ে দূর আকাশের মাঝে,

ওদের সাথে খেলতে আমার ইচ্ছে জাগে মা যে;

নাগাল আমি পাবো না ওই দূর,

তাই, এখান থেকে ঘুড়ি-সুতোয় লাগাবো এক সুর ।


সেই সুরেরই তানে এসে 

পাখিরা আজ খেলবে মিশে

নীল আকাশে বসবে আজ আনন্দেরই মেলা;

দাঁড়িয়ে আমি ছাদের 'পরে

লাটাই-সুতোয় হাতে ধরে দেখবো তাদের খেলা ।


দাও আজ কিছু পয়সা মোরে মাগো,

কত আনন্দই হবে আজকে নাগো;

এক্ষুনি গিয়ে আনবো কিনে ঘুড়ি,

ছাদে গিয়ে ছাড়বো সুতো জুড়ি । 


Rate this content
Log in