রিবর্ণা তুমি
রিবর্ণা তুমি


রিবর্ণা তুমি রাগ করলেই
আকাশ ভেঙে বৃষ্টি নামে!
ভিজিয়ে তপ্ত চরাচর
বয়ে যায় উষ্ণ বাতাস---
তারপর প্রশান্তি-সমীরণ
বয়ে যায় ধরাধাম জুড়ে ।
শান্ত স্নিগ্ধ দীঘির জলে
লীলা খেলে হংস মিথুন,
আপন নীড়ে ওম মেখে নেয়
ছোট্ট চড়ুই যুগলে ।
সুনীল আকাশে পাখা মেলে দেয়
শুভ্র ডানার ধবল
সৃষ্টি লীলার খেলা চলে
তামাম প্রাণীকুল জুড়ে।
রিবর্ণা তুমি, হেঁসে উঠলেই
মেঘ ভেসে যায় অন্য দেশে ।
সূর্যের কচি আলো মেখে
সবুজ হয়ে ওঠে বনান্ত যত ,
পুষ্পেরা উঁকি দেয়
পাতার আড়াল ভেঙে।
রিবর্ণা তুমি তো কেবলই
সৃষ্টির বার্তা আনো বয়ে,
তোমার উদাস অথবা
চঞ্চল নয়নে ।।