STORYMIRROR

Ahana Pradhan

Children Stories Fantasy Children

3  

Ahana Pradhan

Children Stories Fantasy Children

মিনতি

মিনতি

1 min
192

ওমা তুই আসবি আবার একটি বছর পর,

করি মিনতি, আর যাস না বুড়ো শিবের ঘর!

থাক এখানে মোদের সনে বাপের আঙিনায়,

তাহলে কেমন পূজোর মজা সারা বছর হয়!

মাগো, তুই শুনবিনে এই একলা মেয়ের কথা?

শোন না মা, যাস না মা, থাক না মা হেথা!

তুই মা কেমন খাবি বসে বাপের বাড়ির আদর,

আর আমরা উঠবো নেচে উড়িয়ে খুশির চাদর!

সারা বছর বাদ্যি হবে ঢ্যাং কুড়কুর ঢ্যাং,

কাজের শেষে আমরা রোজ ঘুরবো ড্যাং ড্যাং।

কাশের বনে শারদ হাওয়া বইবে বছরভর,

নতুন নতুন জামা আসবে দিন একদুই পর!

নীল আকাশে সফেদ মেঘ ভেলা ভাসাবে রোজ,

তার নিচেতে সবাই মিলে জমাব পূজোর ভোজ।

ধুনুচি নাচের প্রতিযোগিতা সারাটা বছর রবে,

ভাব দেখি মা, বাঙালি কেমন নাচ-বিশারদ হবে!

ওমা, তুই এত্তো কিছু কোথায় খুঁজে পাবি?

বল না মা তুই মোদের সনে সারাটা বছর রবি?

ওমা, তুই শুনবিনে এই একলা মেয়ের কথা?

শোন না মা, যাসনা মা, থাক না মা হেথা!


Rate this content
Log in