কয়েক ফোঁটা বৃষ্টি
কয়েক ফোঁটা বৃষ্টি


আজ, ভোর রাতে, ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়েছিল...
যেন কোন সংযমী মনের বাস্তব প্রকাশ
গাল বেয়ে নেমে আসা, নিমেষে ফুরিয়ে যাওয়া
অতি ক্ষীণ অশ্রুধারা...
বিন্দুতে বিন্দুতে লেখা ছিল তোমার নাম।
ঝড় হয়ে এসেছিলে তুমিই
ঠাণ্ডা হাওয়ার পরশে ছিল তোমার প্রেম
আমি তখন ছিলাম ঘুম-ঘোরে,
তোমার তারার স্বপ্নে বিভোর,
হালকা আবেশ ছড়িয়ে পড়েছিল,
অনুভবে তোমায় পেয়েছিলাম সত্যি,
মাটিতে তোমায় নামাতে পারিনি।
তোমায় ছুঁতে না পাওয়ার বেদনা
তাই জল হয়ে ঝরেছিল,
তবুও শুকনো, ধুসর জীবনটা
সোঁদা গন্ধ ছড়িয়েছিল।