Md Bakibillah

Others

4.8  

Md Bakibillah

Others

খুড়োর কল

খুড়োর কল

1 min
1.2K


জীবন নামের এক্কা গাড়ি 

ছুটছে কেবল হনহনিয়ে।

নাম দিয়েছে রেসের মাঠে,

জিততে হবে এটাই জানে।

নিয়ম কানুন অনেক আছে 

সংবিধানের পাতায় লেখা,

সবাই জানে, ক'জন মানে?

জিততে হবে এটাই জানে !!


অফিস বাবুর মাইনে আসে

মাসের শেষেই,

তার উপরে উপরি আছে,

সব মাসে তেই -----

কি বললে? নিয়ম কানুন?

বললাম না, ওতো লেখাই আছে ,

সে কথা কেন আনছো টেনে

পবিত্র এই কর্মটাতে ?

চাও কি দিতে দুঃখ

বাবুর মর্মটাতে ?


কাজ পেতে চাও সবার আগে,

সরকারি সব অফিসেতে? 

ভুলতে হবে নিয়ম কানুন যত ,

বলতে হবে কথা হেসে ---

গোপন খামে গুজতে হবে 

নম্বুরে নোট ঠেসে !!


এটাই ভাইয়া, হালের ছবি ,

বাদ যায় না শনি রবি --

খুড়োর কলে গড়পড়তা 

ফেঁসে আছে আমজনতা------।।


Rate this content
Log in