STORYMIRROR

Arijit Ojha

Others

2  

Arijit Ojha

Others

গ্রীষ্ম কথা

গ্রীষ্ম কথা

1 min
968

গগন মাঝে সূয্যি জ্বলে,

মাটির 'পরে আগুন ঢেলে। 

তরুতলে শীতল ছায়া,

কাড়ছে সবার তপ্ত হিয়া। 

নদীর মাঝে বালির চড়া,

রোদের তেজটা বড্ড কড়া। 

আম কাঁঠালে পাকের আভাস,

বাতাসে তার ভাসছে সুবাস। 


চষে লাঙল, ঝরিয়ে ঘাম,

চষতে মাটি কৃষকেরা ব্যর্থকাম। 

এক ফোঁটা ঐ জলের তরে,

গরু মানুষ হাঁপিয়ে মরে। 

ফুলগুলো সব যাচ্ছে ঝরে,

শুষ্ক মাটির ধুলোর 'পরে। 

হাজার লোকের চোখের জলে,

শিবের আসন উঠছে টলে। 


কালো মেঘে ভরিয়ে গগন,

নটরাজের প্রলয় নাচন। 

উড়িয়ে ধুলো ঝরিয়ে বারি,

দূর গ্রামেতে দিচ্ছে পাড়ি। 

এমনই সব সুখ দুঃখে,

গ্রীষ্ম বাঁধা মোদের বুকে। 


Rate this content
Log in