Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Md Bakibillah

Classics Inspirational

5.0  

Md Bakibillah

Classics Inspirational

একটা দেশ :::

একটা দেশ :::

1 min
478


একটা দেশ জুড়ে কেবলই অনাচার,

ধর্মে, কর্মে কিংবা ক্ষমতার অন্দরে,

সবখানে ছেয়ে আছে--

ঘুঘুর বাসাতে !!


একটা ধূর্ত রাজা,

নিপুণ অভিনেতা -

সাথে তার স্তাবকের দল 

নীল নকশায় লিখে দেয়

মৃত্যু পরোয়ানা

অভূমিষ্ঠ শিশুর নামেও ----!!


মার্তৃ গর্ভের অন্ধকার

ভেদ করে বেরিয়ে আসে

ত্রিশুলের ফলায় ---

চরম নৃশংসতায়় !!

উন্মাদনায় নেচে ওঠে

অনুচর বজরঙ্গী বাবুভাই 

সে কি উল্লাস.....

নিধন হয়েছে শত্রুর সন্তান (?)!


একটা দেশে পুড়ে মরে

গ্রাহাম স্টেন, বন্ধ শকটে

সাথে নিয়ে পুত্র সন্তান,

অন্ধ ধর্ম মোহে, বিবেক বর্জিত

নরপিশাচের হাতে !!


একটা মহাকাব্য সাহিত্যে অমর,

তবু সে সহস্র মৃত্যু ঘটায়

সে দেশের বুকে ---

দূর্বৃত্তদের কুটিল চক্রে ।


একটা দেশ গনতন্ত্রের উৎসব করে

প্রতি পঞ্চম বর্ষ পরে,

আর গন হত্যার লীলা চলে --

তবু জয় জয় ধ্বনি মুখরিত জনতা

কেন না -

এ দেশ নাকি "পূণ্যভূমী" !!!


Rate this content
Log in

More bengali poem from Md Bakibillah

Similar bengali poem from Classics