একলা ভালোবাসা
একলা ভালোবাসা

1 min

1.2K
দিস্তে কাগজ হাতে ধরা,
ডুব দিয়েছি ভাবনায়,
স্বপ্ন গুলো আজ ছন্নছাড়া,
তোমার প্রেমের নেশায়।
তাই মন খারাপের দেশে,
একলা আঁধার মেখে,
দিক ভুলে যাই ভেসে,
তোমার গভীর দুটি চোখে।
ভোরের নরম আলো নিয়ে,
যখন ভাবনা বোনো তুমি,
তোমার উষ্ণ অধর ছুঁয়ে,
মন খুঁজেছি আমি।
তবুও শীতল এই বুকে,
অতীত কাটে আঁচড় ,
ভালোবাসার ভয় মেখে,
একলা আমার বাসর।