দায়
দায়
দিনের শেষে নিরুদ্দেশে আবার ফেরো সেই ঘরে
যেখানেতে প্রবেশ নিষেধ ভালোবাসার নাম করে
আমার শুধু পলক ভিজে অজানা কোন সংশয়ে
জানলা দিয়ে তাকিয়ে থাকি অসম্ভবের সেই ভয়ে
যে ভয় পায় কাছের মানুষ, হাতের মুঠো হালকা যেই
শূন্য আকাশ, ফোপড়া ঘুড়ি, লাটাই হারায় সুতোর খেই
আর কি পারি? উত্তর নেই, অপেক্ষাতেও রং জ্বলে
ইস্কাবনের পুতুল নাচে, ভুলভুলিয়ায় পথ ভুলে
বিষের পারদ বুকের খাঁজে, গলার ফাঁসে স্মৃতির দাগ
ঠোঁটের কোণে শালিক ডাকে, মালকোষেতে অস্তরাগ
ঘুমাও শরীর নেশার জোরে, রক্ত জুড়ে ফসফরাস
প্রেমিক তুমি ফন্দি আঁটো, চোখের নীচে আতশকাচ
আবার এসো গল্প নিয়ে, রাতসোহাগের বারান্দায়
আমায় তুমি মিথ্যা বলো, ভালোবাসা - - আমার দায়।