Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Debashis Bhattacharya

Others

2  

Debashis Bhattacharya

Others

বসে আছি জীবন ধরে

বসে আছি জীবন ধরে

1 min
381


বসে আছি জীবন ধরে

তোমার মিলন আসায়

থাকো তুমি কোন জগতে

মন যে মোরে ভাবায়

ক্ষুদ্র জীবন ক্ষুদ্র আশা

পাই যেন গো তোমার সাড়া

আকার ছাড়া অরূপ তুমি

হেরিয়া আত্মহারা

নয়ন সম্মুখে না আসিয়া

হৃদয়মাঝে লুকাও

জনম-মরণ লুকোচুরি খেলা

কাঁদাও, কভু বা হাসাও

সুখ-দুঃখ শুধু কেনাবেচা

নহে চিরতন সত্য

প্রেমের মাঝারে মিলন তোমার

সৃষ্টি, তবু অনিত্য

রূপ-যৌবন সবই আবরণ

দ্বীপের দিয়া শোভা

তোমারি চরণে সঁপিয়া পরান

জীবন আলোকপ্রভা

হই না ক্ষুদ্র ভূমন্ডলে

থাকবো নাকো দূরে

হিয়ার মাঝে রাখিতে ধরে

আসিবো যুগে যুগে।


Rate this content
Log in