Sunanda Chakraborty

Fantasy Inspirational

4  

Sunanda Chakraborty

Fantasy Inspirational

বড্ড মনে পড়ে

বড্ড মনে পড়ে

1 min
301


বিষয় : স্মৃতিবেদনাতুর


 শিরোনাম : বড্ড মনে পড়ে


মনে পড়ে যায় শীতের শিশির ভেজা সকাল গুলো,

খানিক পরে রোদ উঠলেই শিশিরগুলো বাষ্পের ন্যায় উবে গেলো ।


খেজুর রসের সুবাস বাতাসে বাতাসে ভেসে বেড়ায়,

ক্ষেত ভরা সর্ষে ফুল হলদে সৌন্দর্য ছড়ায়।


হাড় কাঁপানো শীতের মাঝে মেঘলা আকাশ মন খারাপের গান গায়,

অন্যদিকে পিঠে পুলি দল বেঁধে দ্রুত আসতে চায়।


স্মৃতির ঝুলি খুললে পাবে প্রাণবন্ত জীবনের অর্থ,

আজ সব অবলুপ্তি প্রায় দুই ভাইয়ের হাতে -

জটিলতা আর স্বার্থ ।


সহজভাবে বাঁচার মানে মাথা নিচু করে পথ হাঁটা,

মানুষ তাই সবার মাঝেও একা আর শুধুই ফাঁকা ।


বড্ড মনে পড়ে-শীতের দুপুরে দুলে টায়ারের দোলনায় দুলে বই পড়া,

পড়ার ফাঁকে মাঝে মাঝে একটু ব্যাটমিন্টন আর কিত-কিত খেলা।


শীতের আমেজ মানেই শুধু চড়ুইভাতির মেলা,

এখন তো সব হারিয়ে গেছে

সবই যান্ত্রিকতার খেলা।

 

  কলমে : সুনন্দা চক্রবর্তী


Rate this content
Log in