অমোঘ পরিণতি
অমোঘ পরিণতি


ধ্বংস লীলায় মত্ত বুঝি বা আদি-পরমেশ্বর,
ডমরু নিনাদে কেঁপে ওঠে ঐ ত্রিভুবন থরথর!
গগন-বিদারী তড়িৎ চমকে নিরন্ত ক্ষণেক্ষণে,
প্রলয়ঙ্করী প্রচন্ড ধ্বনি সাথী হয় তার সনে৷
বিদীর্ণ-শিলা, অগ্নিগর্ভা বহ্নি-উদ্গীরণ,
অসহায় সবে, এই এলো তবে মহাপ্রলয়েরই ক্ষণ!
ঊর্দ্ধাকাশে লাফিয়ে উঠে মহাগ্নি লেলিহান,
মহাক্ষুধা নিয়ে করে বিস্তার কেড়ে নিতে শত প্রাণ৷
প্রকৃতি বিহনে পরমপুরুষ প্রলয়-নৃত্যে রত,
বিচ্ছেদ ব্যাথা শান্ত হবে কি, শুকাবে মনের ক্ষত ?
পরম যত্নে জীবকুল বাঁচে প্রকৃতি মায়ের কোলে,
অমোঘ ধ্বংস নেমে আসে তবু কালের সময় হলে৷
জীবন-মৃত্যু কালের নিয়মে পর্যায়ক্রমে চলে;
ছেড়ে যেতে হবে এই আশ্রয় সঠিক সময় হলে!