অদ্বৈত কাব্য
অদ্বৈত কাব্য


পাপবোধের সামিয়ানাটা গায়ে চেপেছে আজ,
রক্তক্ষরণের নকশা হৃদয় জুড়ে...
অনুতাপের স্বেদবিন্দু সেই নকশায় কল্কা জোড়ে ,
সব হারানোর দীর্ঘশ্বাসযোগে হয় ,
পরিণত সংকলন...
তবু মাঝে মাঝে বুভুক্ষু ভাবনারা ,
প্রতিবাদের শিখা জ্বালে।
তবে তার শিখাটিকে রাখি আমি নিয়ন্ত্রণে,
অতি সন্তর্পণে...
জানি তাকে বাড়তে দিলেই ছড়াবে দাবানল,
কাঁপাবে পরিমন্ডল।
পুড়ব আমি, পুড়বে প্রতিবেশী...
তবে নেভে না সে শিখা,
জ্বলতেই থাকে ধিকিধিকি, সব নিরুপায়
'কেন' - র উত্তর খুঁজে...
লিখে চলে নষ্ট রাত্রির গায়ে,
অদ্বৈত কাব্য...