আয় বৃষ্টি
আয় বৃষ্টি
1 min
246
আঁধার দিনের ছমছমিতে
সূয্যিমামা হারিয়ে যায়,
বাদল বাউল হওয়ায় মেতে
ঠান্ডা গরম মিলমিশিতে
নতুন জলের উজান বায়,
বর্ষা শুরুর খবর দেয়।
রাতবিরেতের শনশনিতে
চাঁদ তারা সব লুকিয়ে যায়,
বজ্রমামার ঝলকানিতে,
ঠান্ডাবায়ের কনকনিতে
আকাশ ছাওয়া কৃষ্ণকায়;
আয় বৃষ্টি ঝেঁপে আয় ।।

