আমার বাবা
আমার বাবা
ছোট্ট ছিলাম যখন,
লম্বা কত মাপতে আমি দাঁড়িয়ে তোমার গায়ে,
সবসময়ই যেন
মাথাটা খুব বেশি হলে পেট বরাবর যায়!
রোজ সকালে আমার
ঘুম ভাঙাতে গান ধরতে "লুরুল লুরুল" করে,
খানিকসময় গেলে
বসে বসেই ঘুমিয়ে যেতে পাশবালিশের ধারে।
ভাবতাম তখন,
তোমার মতন সব বাবারই পকেটে ওষুধ আছে!
যাদের বাবা বোকা,
জ্বর হলে ছোটে অন্য কোনো ডাক্তারবাবুর কাছে!
মৌখিক গণিত
পড়া ধরা ছিল তোমার রোজ সকালের কাজ।
নতুন ক্লাসে উঠে,
তোমার হাতের খয়েরি মলাটে বইখাতাদের সাজ।
ব্যাডমিন্টন খেলায়
ঘরের বাইরে লাফালাফিতে জমাতে দারুণ মজা,
সাইকেল শেখালে,
ধাঁধা-গল্পের নিত্যনতুন আসর বসাতে তাজা।
বইমেলা বসলে
তোমার সাথে গুটগুটিয়ে যেতাম নিয়ম করে।
বলতে আমায়
পেন দিয়ে বইয়ে দাগ টানা নয় বই নষ্ট করে।
মফস্বলে বাড়ি,
কলকাতা থেকে বই আনাতে বড় উৎসাহ ভরে।
স্বপন তোমার,
পায়ের তলায় শক্ত মাটি গড়বো নিজের জোরে।
বসন্তে মা শুয়ে,
খুন্তি নাড়তে নাড়তে তুমি আমায় বলতে হেসে,
রান্না না জানলে,
পকেট ভর্তি পয়সা নিয়েও রইবে উপোসী শেষে।
কোথাও বেড়াতে গেলে,
রোজ সকালে বাপ-মেয়েতে বেরোতাম হাঁটা দিতে,
চারপাশটা চিনে
মেলাতাম বসে চা দোকানে পড়া ভূগোলের সাথে।
পরীক্ষার হলে
প্রতিবারই পৌঁছাতে আমায় তুমি নিয়ম করে,
স্কুল পেরিয়ে আরো,
হোস্টেলে আমি, দূরের পাড়ি তোমারই হাত ধরে।
.
বড় হয়েছি এখন,
দেখতে আমায় তোমার যেন মুখ কেটে বসানো,
স্বভাব তোমার মতন,
কাজে কাজী, ফালতু কথা মুখ বুজে এড়ানো।
সকালবেলা হলে
নিজের মনেই গান গেয়ে উঠি এমনি এমনি যেন,
ডাকতে হয়না আর,
একলা ওঠার অভ্যাস আজ বহুদিনের হেন।
শরীর খারাপ হলে,
প্রথম ফোনটা তোমাকেই করি এতবছর ধরে,
তোমার ওষুধ খেয়ে,
আজ অবধি সুস্থ আছি একলা দূরে দূরে।
বিজ্ঞানে দক্ষতা
নিয়ে এগিয়ে শেষ করেছি উচ্চশিক্ষা সকল,
বই পড়ার অভ্যাস
আজও ভীষণ, মেটায় আমার সারাদিনের ধকল।
হোস্টেলে থাকতে
ব্যাডমিন্টনে জিতেছি অনেক, হেরেছি সমান তালে,
সব খেলারই শেষে
প্রবল উল্লাসের স্রোতে হেসেছি সদলবলে।
সাইকেল চালিয়ে
মাইলের পর মাইল গেছি স্বাধীন জীবনকালে,
ভোরবেলাতে উঠে,
হাফ ম্যারাথন দৌড়ে শেষে চায়ের আমেজ খোলে।
রান্না করতে পারি,
গভীর রাতেও অফিস ফিরে ঘুমাই পেট ভরে।
তোমার উৎসাহ,
পাহাড় চড়া, বিদেশ ঘোরা, একলা সাহস করে।
.
তোমার জীবন ছিল
বাবা ছাড়া, ওঠা পড়া, কষ্ট করে গড়া,
সেইজন্যই আমায়
সব নিরাপদ দ্বিগুন করে দিলে স্নেহের ঘড়া।
উচ্চাশা'দের ভিড়ে
কখনও তুমি রুদ্ধ করোনি আমার মনের গতি।
বিশেষ যত্ন পেয়ে
সাবলীলতায় মানুষ হলাম, পেলাম সুখ্যাতি।
আমায় দিয়েছ
উদার লালনপালন তোমার ছত্রছায়ায় ঢেকে,
পোড়ার দেশের মেয়ে
হয়েও আজকে আমি অনেক এগিয়ে সবার থেকে।
