আমার অহংকার::
আমার অহংকার::

1 min

812
যা ছিলো আমার স্বযত্নে লালিত,
সবই দিলাম তোমার করপল্লবে।
আজি এ মহেন্দ্র ক্ষনে
বরমাল্য বদলের দিনে।
তুমি, হে মোর প্রেমনাথ---
রেখ সবে যতনে,
দিবস নিশিতে ---।
এ নহে প্রার্থনা মোর
এ মোর আকাঙ্ক্ষা জেনো ,
তোমাতে রবো জীবন যাপনে
দুঃখে সুখে অর্ধাঙ্গিনী বেশে ।
শুধু প্রেমটুকু দিও চুম্বন-এ ললাটে
কপোল রাঙিয়ে দিও লাজে,
আমি সিঁথির সিঁদুরে রাখবো রাঙিয়ে
আমার অহংকার----।
আর মৃত্যুকে বাজি রেখে
বলবো গরবে --
তুমি তো কেবলই আমার .......।।