STORYMIRROR

Runa Bandyopadhyay

Abstract

3  

Runa Bandyopadhyay

Abstract

আকাশ আমায় ভরল আলোয়

আকাশ আমায় ভরল আলোয়

1 min
1.2K


দেয়ালায় থাকা কোনো ঘরের স্বপ্ন

আমি দেখিনি কোনোদিন

আকাশ দেখেছি

দেয়াল খুলে খুলে রাখি রোজ

চরাচর ভেঙে যায় নিঃশব্দে

পা-কে ডাকছে ঘর

মাথা খুঁজছে আকাশ

নাভিকুণ্ডে এইমাত্র জেগে উঠল জলতল


জলের ভেতর শব্দখোঁজ

অন্তরালে বসে থাকে নৈঃশব্দ্য

আলোর সত্যেরা যেমন

খাঁজে ও ভাঁজে লুকিয়ে রাখে মিথ্যেগুলো

যোজন মুক্তি দিলে কি আনন্দ কি আনন্দ

হা হা মাপকযন্ত্র

যন্ত্রণায়নে ঝুলে থাকে শব্দচুর পাহাড়

এত শব্দ অথচ কেউ শব্দ করে না

এত উচ্চতা অথচ কেউ সিঁড়ি ভাঙে না


Rate this content
Log in

Similar bengali poem from Abstract