পারবো আমরা
পারবো আমরা
1 min
245
তৃতীয় ঢেউ
আছড়ে পড়েছে
তাই বলে ভেঙ্গে পড়লে চলবে না
অনাক্রম্যতা শক্তি শুধু নয় শরীরের
বাড়াতে হবে সাথে সকল মনের।
পারবো আমরা
লড়বো আমরা
করবো জয় অবশ্যই
করবো ক্ষয় এই দুরারোগ্য ব্যাধির নিশ্চই
আমরা করবো জয় নিশ্চই
চাই শুধু বিশ্বাস চাই সাবধানতা
আসবে এক নতুন ভোর
হাসবে সূর্য পূব দিগন্তে
আবার হবে দেখা আবার মিলব সখা
দেখো যে যার প্রাণের মানুষের সাথে একান্তে।
