উল্টো রথের মেলা
উল্টো রথের মেলা


একতারেতে বাঁধতে পারলে দুই মন সাঁতার কাটা যায় যে গো মনের ভাসানে। মনে সব সবই চলে যে ভাসান। এত কিছুর হয় সেথা আনাগোনা যে যায় না গোনা। ইলেকট্রন কণার মতো ছোটে তারা ভেঙে দিক দিগন্তের বেড়া। তবু আমরা চেষ্টা করে চলি অন্যের মন বোঝার, মন রাখার। কখনও কখনও তা পারতে সক্ষম হই আমরা।
কিন্তু, নারী মনের চরিত্র বেজায় আলাদা। যদি দেখ তুমি নারী মনের শীর্ষটা, তাহলে তোমায় ধরতে হবে তুমি দেখছো পুচ্ছটা। নারী মনে চলে সব সময় উল্টো রথের মেলা।
যদি দ্যাখো তোমায় করছে অবহেলা তাহলে জানবে তোমায় দিয়েছে সেই নারী মন খানা। আর তোমার প্রতি নেয় যদি অতি যত্ন,পাবে না ভবিষতে সেই মনরত্ন।
নারী মনের যদি পাও সঙ্গ তা হবে জীবনে উন্নতির সোপান, আসবে উৎসাহ-প্রেরণা সেথা হতে অবিরত। আর নারী মন যদি হয়ে যায় বিরুপ, তবে তা হবে তোমার কৈকেয়ী স্বরুপ। দেবে প্রতি পদক্ষেপে তোমায় কোন না কোন যাতনা।
নারী মন অতি শক্ত, সহজে দেয় না তা অন্যায়ের সঙ্গ। সংসার বেঁধে রাখতে দেয় অতি যত্ন, পরিশ্রম কঠোরও। অবিচারের মাত্রা সীমা ছাড়ালে নেবে না একটা ক্ষণও ভাঙতে তোমার সঙ্গ। তাই তো অতি সাবধানে নারী মন নিয়ে খেলে হরি।