Ranjita Mukherjee

Children Stories Others Children

2  

Ranjita Mukherjee

Children Stories Others Children

Prompt -21 ( পার্কে কত স্মৃতি )

Prompt -21 ( পার্কে কত স্মৃতি )

1 min
119


বাড়ির সামনেই একটা বড় পার্ক ছিল। তার সঙ্গে পাড়ায় বন্ধু রাও ছিল। সবাই আমরা ভাই বোন, বন্ধুরা মিলে খেলতে যেতাম। 

ছোটবেলায় বোনেরা তো একই রকম জামাকাপড় পরে। তো আমরাও তাই। একজন ভদ্রলোক তো জিজ্ঞেস ই করে বসলেন, "তোমরা কি যমজ?" আমরা অল্প হেসে না উত্তর দিলাম বটে কিন্তু বাড়ি এসে হাসির শেষ ছিলনা। 

আবার এক বন্ধু দোলনায় চড়ছিল আর একজন কাছেই দাঁড়িয়ে ছিল, দুম করে এসে লাগল দোলনা টা যে দাঁড়িয়ে ছিল তার মাথায়। সব ভিড় হয়ে গেল, কাছে হাসপাতালে নিয়ে যাওয়া হল, ব্যান্ডেজ করে সে অনেকদিন খেলতে আসেনি। 

সেই পার্ক টা বেশ কয়েক বছর হল বন্ধ হয়ে গেছে। আর সামনে যে পুকুরটা আছে সেখানে একটা ছোট করে পার্ক হয়েছে। সেখানে বড়বেলায় ও গেছি আর এখনকার বাচ্চা গুলোকে দেখে পুরনো স্মৃতিচারণ করতে বেশ ভালো লাগে।  


Rate this content
Log in