প্রিয়তমা ও বিষাদ
প্রিয়তমা ও বিষাদ
আত্রেয়ী তৎকালীন বর্ধমান রাজ কলেজের সবথেকে সুন্দরী ও আকর্ষণীয় ছাত্রী । আমি ২০০৭ সালের কথা বলছি । সারা কলেজ এর ছাত্র সে প্রথম বর্ষ কিংবা তৃতীয় বর্ষের এক কথায় ফিদা ছিল আত্রেয়ীর উপর । মনে মনে সকলেই কামনা করতো একটা রৌদ্রেজ্জ্বল দুপুর তার সঙ্গে কৃষ্ণসায়র এর পার্কে । এদের দলে তো আমি ও ছিলাম তবে আমার সামর্থ্য ছিল না সে স্বপ্নের ডানা কে হওয়া দেওয়ার , আমি যে জন্ম প্রতিবন্ধী । কলেজের শেষ দিন পর্যন্ত সেই ছিল আমার মনে কিন্তু প্রতিবন্ধিকতা আমাকে বেঁধে রেখেছিল নিজ বৃত্তে ।
