পাহাড়ি জীবন ধারা
পাহাড়ি জীবন ধারা


পাহাড়ি জীবন ধারা
বৃষ্টি তুমি সেথায় দূরন্ত। শীতকে সাথে নিয়ে রাখো পরিবেশ সারা বছর শান্ত। মানুষ জনকে করো কর্মঠো। তাদের কাজে যেতে হয় যে চড়াই-উতরাই বেয়ে নিত্য। মনটা তাদের বড়োই সরল। ন্যায়-অন্যায় বোধও খুব প্রখর। তাই যদি কেউ করে অন্যায়, খুরপি চালিয়ে দেয় তৎক্ষণাৎ।
ভালোবাসা যদি দাও পাহাড়ি মানুষকে ফিরে পাবে তুমি ষোলআনা।কৃতঘ্ন প্রবণতা গড়ে উঠতে দেয় না পাহাড়ি জীবনযাত্রা। সারাক্ষণ তারা ব্যাস্ত থাকে জীবন সংগ্রামে। তাই পায় না সময় পরনিন্দা পরচর্চা করতে।
পাহাড়ের বন্ধুরতা ও রূপ তাদের দিয়ে থাকে একদিকে সরলতা ও অন্যদিকে কঠোরতা। তাদের জীবনযাত্রাকে করে সরল ও কঠোর। অতিথি বৎসল পাহাড়ি মানুষ পর্যটকদের করে ভীষণ যত্ন। এটাই তাদের মূল জীবিকা। এছাড়াও, করে পশুপালন, ধূম চাষ পাহাড়ের গায়ে অতি কষ্টে।
পাহাড়ি জীবন যাত্রাই সংসার জীবনে নারী নেয় প্রধান ভূমিকা। সংসারে রান্নাবান্না থেকে শুরু করে দোকান চালানো, পাহাড়ে মধু সংগ্রহ, চা বাগানে চা পাতা সংগ্রহ সব কিছুতে তারাই অগ্রগন্য। পুরুষ থাকে অনেকখানি নিষ্প্রভ।