কুট্টুনের চকোলেট ডে
কুট্টুনের চকোলেট ডে


“ মাম্মা! মাম্মা!” চিৎকার করতে করতে কুট্টুন ঘরে ঢুকলো। ভীষণ উত্তেজিত দেখাচ্ছে ওকে। হাতে টিফিন-বক্স।
এ বছরই ও প্রি-স্কুলে ভর্তি হয়েছে ।
“ দ্যাকো... তোমাল জন্য কি এনেচি।“
টিফিন-বক্সটা খুলে নির্মলা দেখল একটা ছোট্ট চকোলেট।
ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই ও বলে উঠলো,” তুমি দানো না আজ চকোলেট ডে! সবাইকে চকোলেট দিতে হয়। স্কুলে একটা বন্ধু দিল। আমি তোমাল জন্য নিয়ে এলাম।“
ওর ঝাঁকড়া ঝাঁকড়া চুলগুলো আদর করে ঘেঁটে দিয়ে ওর গালে একটা চুমু খেলো নির্মলা। ও বড় বড় চোখ মেলে নির্মলার দিকে তাকিয়ে রইল।
“ কি?” নির্মলা জিজ্ঞাসা করলো।
একগাল হেসে কুট্টুন বলল,” খুলে দাও খাই।“