STORYMIRROR

Mitali Chakraborty

Others

1  

Mitali Chakraborty

Others

বেলাশেষে:-

বেলাশেষে:-

1 min
506


বিকেল থেকেই আকাশে মেঘের সমাবেশ,মোহর কাজের ফাঁকে আকাশের দিকে তাকিয়ে বুঝল আজ কাকভেজা হয়েই ফিরতে হবে কারণ অভ্যাস বসত ছাতা তো সঙ্গে নেই...

''এইদিকে আয় লো,মাথাটা মুইচ্ছা দেই,নাইলে ঠান্ডা লাগবো তো তর'',

মনে পরল ঠাম্মি ছোটবেলায় এভাবেই গামছা দিয়ে মাথা মুছিয়ে দিতেন ভিজে এলে পর।

'দিদিমণি আপনার রাতের খাবার তৈরি, আotheসছি এখন, বৃষ্টিটা ধরে আসছে প্রায়'

এই বলে রান্নার দিদি চলে গেল।

মোহর কাঁচআঁটা জানালা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে ভাবছিল, বাড়ি থেকে দূরে একা একা

এখানে ভাল চাকরি,মোটা মাইনে,বন্ধু বান্ধব,অঢেল খাওয়া দাওয়া,দেদার ফুর্তি সবই তো আছে,

নেই শুধু বেলাশেষে ছোটবেলাকার মত ঠাম্মির কোলে মাথা রেখে গল্প শোনা...


Rate this content
Log in