Rima Goswami

Others

4  

Rima Goswami

Others

আমি কালি

আমি কালি

2 mins
340


মেয়েটা মনে হয় মিশতে জানে না ,

মেয়েটা মনে হয় অহংকারী ,

মরণ অহংকার টা করে কিসের শুনি ?

ওই তো বরের একখানা চাকরি !

মেয়েটি কেমন কালো না ?

আমার ঘরে অমন বউ আনতাম ?

আমাদের বউ হয় লক্ষী লক্ষী গড়ন হে , দুধে আলতা রং

যেমন পোড়ারমুখী দেখতে , তেমনি স্বভাব ।

মেয়েটা শুনেও শোনে না কিছুই

মেয়েটা গসিপ থেকে দূরে থাকে

মেয়েটা নিজের বুনোট দিয়ে বুনতে থাকে

তার রঙিন স্বপ্ন গুলোকে

মেয়েটার কাছে আভিজাত্য মানেই সো অফ নয়

দামি শাড়ির আর গয়নার আড়ালে সে ঢাকেনা ব্যর্থতা

ছুটে আসে তির্যক মন্তব্য , মনে হয় হাভাতে গো

মেয়েটা দাঁতে দাঁত চেপে লড়ে যায় ।

তার পর একদিন ফাগুনে তার মনের

কৃষ্ণচূড়ায় আগুন লাগে ,

সাফল্য তার সঙ্গে সঙ্গে চলতে শুরু করে ,

আজ সেই হতভাগীর বলতে বড্ড ইচ্ছা করে

আমি কালী , আমি শক্তি , আমি ভক্তি , আমি মর্যাদা

আমার পরিচয় আমার কর্ম

আমার পরিচয় আমার ইচ্ছাশক্তিতে

আমি সেই নারী , যে সৃষ্টির লক্ষ্যে এগিয়ে যাই

আমার সজ্জিত হতে লাগে না কোন ভূষণ

আমার আলোকিত হতে লাগে না দুধে আলতা রং

কারণ আমি সম্পূর্ণ , আমি কাঞ্চনবর্ণা ।

আমি শক্তির পূজারিণী ।।

যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেন সংস্থিতা। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ।।

যাত্রা শেষ হয় না , আমরা শেষ করি কারণ ধৈয্যের বিচ্যুতি ঘটে । চোখে জল এসে যায় , কটুক্তি শুনে । তাই বলি লড়ে যাও নারী পুরুষ নির্বিশেষে । লড়াইয়ের শেষ নেই , জয়ের ও শেষ নেই । আমার মৃত্যু একদিন হবেই এটা যেমন ধ্রুব সত্যি তেমনই এটাও সত্যি মানুষ আমাকে আগামীদিনে মনে রাখবে আমার কর্মে আমার রূপে বা বিলাসিতায় নয় ।


Rate this content
Log in