Best summer trip for children is with a good book! Click & use coupon code SUMM100 for Rs.100 off on StoryMirror children books.
Best summer trip for children is with a good book! Click & use coupon code SUMM100 for Rs.100 off on StoryMirror children books.

Pronab Das

Others


0  

Pronab Das

Others


আমার লেখালেখির অনুপ্রেরণা।

আমার লেখালেখির অনুপ্রেরণা।

1 min 496 1 min 496

লেখালেখির সূচনা হয়েছিল সেই কলেজে পড়ার সময় থেকেই। অবসর সময় খাতায় পাতায় মনের অনুভতিগুলি একটু একটু করে আকার পেতে শুরু করল। তবে সেগুলি ছিল নিতান্তই নিজের জন্য, ব্যক্তিগত। নিজেই পড়তাম, নিজের লেখায় নিজেই আনন্দিত হোতাম। এর পর কলেজ শেষে রুক্ষ মরুভূমির ন্যায় জীবন যুদ্ধের বাস্তবতার মুখুমুখিতে লেখালেখির সেই আবেগটা কোথায় যেন হারিয়ে যেতে থাকল। একসময় টেবিলের থাকা ভালোলাগার সেই প্রিয় খাতাটির ওপর একটু একটু করে জমতে থাকল ধূলোর পড়ত। একসময় বাড়ীর পুরনো খবরের কাগজের সাথে অজান্তেই বিদায় নিল।


এর পর জীবন সংগ্রামের কঠিন সংগ্রামে লেখালেখির সেই ভালোলাগর ইচ্ছে গুলি দমে যেতে থাকে ধীরে ধীরে। তবে সময় পেলে বিভিন্ন বই পত্র ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গল্প পাঠ চলত। একদিন সোশ্যাল মিডিয়াতে একটা অতিপ্রাকৃতিক ঘটনার লেখা পরে নিজের সাথে ঘটা একটা অদ্ভুত অতিপ্রাকৃতিক ঘটনার বর্ণনা দেই। এবং আমার ওই লেখাটি পড়ে অনেকের প্রশংসা ও আরও লেখার অবদার পাই। ওটাই ছিল আমার লেখালেখির প্রথম অনুপ্রেরণা ও শক্তি।


Rate this content
Log in