যুদ্ধ যুদ্ধ ভাব
যুদ্ধ যুদ্ধ ভাব


খোকনের নেই কোন ছাতা
স্কুল থেকে ফেরার পথে হলো কাক ভেজা
হলো তার জ্বর জ্বর ভাব;
মা-বাবা, বাড়ির যতো হতা-কত্তা-বিধাতা,
দিল তাকে প্যারাসিটামল খেতে;
বাইরে বের হতে মানা,
ছেলে হলো খেলা ছাড়া;
আইসক্রিম নৈব নৈব চ, চৌহদ্দি বাঁধা।
অন্য সব সমস্যা গেল কদিনের জন্য উড়ে
সবেতেই একটাই অজুহাত,জ্বর-জ্বর ভাব।
জ্বর তো আসেনি, দাও না একটা আইসক্রিম খেতে!
ছেলের আবদারে, বেঁধে গেল গোল বাড়িতে,
ডিম ফুটে বের হলো সত্যি,
বাড়িতে অন্যকিছুর ছিল ঘাটতি,
ছেলের জলে ভেজাটা হলো সম্পত্তি,
সময়ের টানে সবে সব গেল ভুলে,
শুধু শুধু ছেলেটার কটাদিন গিয়েছিল সব ঝুলে।
দুটো দেশের মধ্যে যুদ্ধ যুদ্ধ ভাব,
সেনা করে মার্চ, বিমান কাঁপায় আকাশ;
গরম গরম বক্তব্য পতপত, কতো যুক্তি-তর্ক আহুতি;
বাকিটা তোমাদের উপরেই ছাড়ি, হোক অনুভূতি।