যদিদং হৃদয়ং তব
যদিদং হৃদয়ং তব


গলায় গলায় তুতো দুইবোন নীলি আর তুলি,
হাবেভাবে বিপরীত তাও বন্ধু তারা ভারী গলাগলি,
সবকাজে তারা আছে আগে-পিছে সুখে-দুখে মিলি,
এহেন সময়ে প্রজাপতি কৃপাধন্য আমাদের নীলি।
তুলি জুটিভাঙা গুঁটি হয়ে ঘোরে মনমরা একাকিনী,
কাটে একা দিন ফাঁকা সে দুপুর একাএকা রজনী,
ঘুরে ফিরে চলে গড়িয়ে বেলা বেয়ে স্মৃতির সরণী,
বৈশাখী রাত জ্যৈষ্ঠ সকাল আষাঢ় দুপুর সন্ধ্যা শ্রাবণী।
গরবিনী নীলি সংসারসুখে ফিকে স্মৃতিতে তুলি,
মা হবার দিনে নীলি পিতৃগৃহে ফের তুলি ওঠে দুলি,
নিয়তি নিঠুর রীতি অপ্রচুর অভাগী জননী নীলি,
ডুকরিয়ে উঠে সন্তান বুকে যশোদা অয়ি হয় তুলি।
যেন বন্ধন করে ক্রন্দন অন্তরাত্মা ঘিরে জুড়ে,
মা-হারা শিশু পায় শুদ্ধ সে ওম মাতৃস্নেহে মুড়ে,
আঁধার আকাশে জ্বলজ্বলে এক স্নিগ্ধ তারা দূরে,
উচ্চারিত তদিদং হৃদয়ং মম বন্ধু, ইমনকল্যান সুরে।