যদি বিস্মৃত হও
যদি বিস্মৃত হও


তুমি যদি পিছিয়ে যাও
দেখবে কেউ এগিয়ে যাচ্ছে।
তুমি যদি ঘুমিয়ে পড় সেনাপতি
দেখবে তোমার সৈন্যদলকে কেউ ডাকছে
আলস্যের প্রলোভনে
অথবা মৃত্যু হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে
তোমার নিরুপায় অচেতনে ।
অন্যায় দেখে যে ভয় পায়
তার জন্যে আরো ভয় অপেক্ষা করে আছে।
অন্যায় দেখে যে মুখ লুকোয়
তাকে অন্যায় চিনে রেখেছে ।
তুমি যদি কথা না বল
তাহলে তোমায় শুনতে হবে অনায্য আদেশ
তাহলে তোমাকে সইতে হবে
তোমারই মৃত্যুর জন্যে সযত্নে নির্ম্মিত
ক্রুশ বহনের ক্লেশ ।
তুমি যদি কর্তব্য বিস্মৃত হও
তাহলে তোমার সামনে আসবে
ভয়ঙ্কর ইতিহাস ,
দেখবে মানুষ পুড়ছে
চিমনি থেকে ধোঁওয়া বেরোচ্ছে ক্রমাগত
কালো হয়ে গেছে আবার জাক্সেনহাউজেনের আকাশ ।