উদিল রবিচ্ছবি
উদিল রবিচ্ছবি
1 min
387
রাতের আকাশে মনোলোভা চাঁদের শোভা
মন ভরেনা পলক পড়ে না
যত দেখি দেখতেই থাকি
কখন স্বপনের আবেশে ঘুম জড়ানো চোখে
মন ভেসে চলে অচেনার দেশে
পাখির কাকলি বলে গো সকাল হল
ওঠো তুমি ওঠো করো নাকো দেরি
পূর্ব দিগন্তে দেখো উদিত রবির ছবি
যেন কোন চিত্রকরের হাতে আঁকা ক্যানভাস ।।
