উৎসব, বইমেলা
উৎসব, বইমেলা


তখন মফঃস্বলের এক কলেজে
প্রথম বর্ষে পড়ি,
এক উৎসবের নাম শুনলাম ---বইমেলা!
মনে একরাশ কৌতুহল,
এ আবার কেমন মেলা!
সহপাঠী কয়জন হৈ হৈ করে
মেন লাইন লোকাল ধরে হাওড়া,
সেখান থেকে বাসে ময়দান।
সামনে লেখা ----
কলকাতা আন্তর্জাতিক বইমেলা!
টিকিট কেটে ভিতরে যেতেই
দুচোখ আনন্দে আকুল ---
এত বড়ো মেলা!এত স্টল! শুধু বই!
চারদিকে নূতন বই-এর গন্ধ ---
আমার প্রিয় গন্ধ!
কলকাতার সব বড়ো প্রকাশক,
বাংলাদেশের প্রকাশক,
ইংরেজি বই-এর নামী দামী স্টল,
কবি লেখকদের স্টল,
লিটল ম্যাগাজিন স্টল,
একদিনে সব দেখা যায় না ---
মনে হয় প্রতিদিন আসবো,
প্রতিদিন বই-এর স্রোতে ভাসবো!
টাকা কই? ইচ্ছা তো গোটা মেলাটা কিনি!
না পারি, দেখতে তো দোষ নাই --
নূতন বই-এ হাত বুলাতে ও তো মজা!
তাও দু-চারটে কিনেছিলাম।
দুধের স্বাদ ঘোলে মেটাতে
ক্যাটালগ জোগাড় করেছিলাম অনেক।
এবার ক্লান্ত -- মাঠের ঘাসে বসে
আড্ডা আর কফি হয়ে গেলো।
তরতাজা হয়ে আবার ঘোরা।
এবার দেখি মঞ্চে --
নীরা আর কাকাবাবু খ্যাত
সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর একটি
বই প্রকাশ করছেন!
ধন্য আমি, আনন্দে হাততালি দিলাম!
একদল শিল্পী আলুথালু বেশে--
ছবি আঁকছে,
আর হাত তালি দিয়ে জীবনের গান গাইছে।
মন না চাইলেও, এবার বাইরে এলাম!
রোল আর আইসক্রিম খেয়ে ফিরলাম --
প্রথম বার প্রাণের উৎসব বইমেলা ঘুরে।