STORYMIRROR

Avishek Satpathi

Others

4  

Avishek Satpathi

Others

তুমি তো গল্প হয়ে গেলে?

তুমি তো গল্প হয়ে গেলে?

1 min
984

জোয়ারে ভাসতে ভাসতে ভাটার কথা গেলে ভুলে,

তুমি তো গল্প হয়ে গেলে? 

পুরোনো রোদ্দুরে পুরোনো পেপার

সাদা চুল কাচফাটা চশমা পুরোনো ব্যাপার স্যাপার!


ট্রামের মধ্যে ভীড় করতো মার্কস লেনিনের ভূতপ্রেত

ভিয়েতনামে পড়লে বোমা কলেজ স্ট্রিট থমকে যেত!


ক্ষেতমজুর গরিব ভূমিহীন মানুষের মিছিলের কলরব

শ্রমিকের লড়াইয়ে ন্যয় বিচারে সদাই সরব

বেনোজল সাথে নিয়ে পুরোনো কথা ভুলে গেলে?

সাইনবোর্ড পথের ধারে তুমি তো গঙ্গা পেলে!


Rate this content
Log in