Read #1 book on Hinduism and enhance your understanding of ancient Indian history.
Read #1 book on Hinduism and enhance your understanding of ancient Indian history.

Subrata Nandi

Romance


1  

Subrata Nandi

Romance


তুমি সুন্দরী ললনা

তুমি সুন্দরী ললনা

1 min 1.0K 1 min 1.0K

এসেছিলে ধুমকেতুর ন্যায় বন্ধুত্বের আবেদন নিয়ে।

বহু টানাপোড়েন ও দোটানায় সম্মতি অবশেষে।

দ্বিধা দ্বন্দ্ব ধীরে ধীরে কাটিয়ে কিছুটা নিকটে।

ভালো বন্ধুর পরিচয়ে তোমার জীবনের দোরগোড়ায়।

পদবীটা তোমারই নির্বাচিত অধিকারের অংশ!

আকাশের অনেক তারার মধ্যেই তুমিই ধ্রুব তারা।

এই স্থির বিশ্বাসটা ছিল শুধু সময়ের অপেক্ষা।

ভালবাসার অপর নাম বিশ্বাস আর ভরসা।

সেটাই খুব অল্পতেই বুঝিয়েছিলে মনের অন্দরমহলে।

উজানের নাও ভাসতে ভাসতে নোঙর বিশ্বস্ততার সাথে।

শুধু একটাই পরিচয় তোমার কোমল উদার মন।

সুন্দরের মাঝে একটা সুন্দর চিত্রকল্প হৃদয়।

তোমার কাজল নয়না ভরা মৌসুমী প্রবাহ।

তোমার নিঃশব্দের ভালোবাসা আমাকে নত করেছে।

নতুনভাবে একটা অনুভূতির সাথে আবার নিজেকে জড়িয়েছি।

সেতো তুমি আমার মনের বিশ্বাসী অন্তর্যামী সোনামা।


Rate this content
Log in

More bengali poem from Subrata Nandi

Similar bengali poem from Romance