Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Debashis Bhattacharya

Classics

5.0  

Debashis Bhattacharya

Classics

তৃণপরি বিন্দু সম

তৃণপরি বিন্দু সম

2 mins
388


তৃণপরি বিন্দু সম

ক্ষুদ্র জলকণা

দিবস রজনী ভাবে শুধু 

আমি বড়ো একা

চায় যে সদাই মুক্তি পেতে

অনন্ত সাগরে মিশে

তৃণের সাথে মেলামেশা

নয়কো যে তার লক্ষ্য

স্বল্পক্ষণের আবাস অনিত্য

বোঝে না বিন্দু নিত্য

হয়তো কভু যাবে উবে হয়ে বাস্প গগনে

ধরা ছোঁয়ার বাইরে গিয়ে

পড়বে সাগরে 

চোখে-মুখে হাসি তৃণের

ধরিয়া জলকণা

ক্ষুদ্র কোনা থাকিবে কেমনে

ক্ষুদ্র তৃণের আগায়

তৃণের মাঝে নাহি আনন্দ

ভয়-বেদনা যত

ক্ষুদ্র তৃণ হেথায়

করিবে যে মোর অন্ত

বিষণ্ণতায় বিন্দু ভাবে

হবো আমি গত

অচেনা-অজানা ঘনঘটায়

বর্ষা আসিলো ধেয়ে

ক্ষুদ্র তৃণ গেলো ভেসে

দূর সমুদ্র পানে

বিন্দু সদাই সপ্ন সাজায়

মোক্ষ পাওয়ার আসায়

জলোচ্ছাসে সদা যেথায়

হৃদয় মরু জুড়ায়

অনন্তমাঝে বিলীন হবার

নবচেতনা জাগায়

বিন্দুটির রাখলো ধরে

দুঃখ ও ক্লেশ সয়ে

বিন্দু মিলায় সিন্ধু মাঝে

উর্মি যেথায় বহে

হর্ষে, আনন্দে কহে বিন্দু

আমি অনন্ত সত্য

থেকে ব্যবধানে ভাবে সদা তৃণ

কি তার অস্তিত্ব

ক্ষুদ্রতম বৃহত্তম

মিলনানন্দ তমো

দূরত্বে রোহে ক্ষুদ্র তৃণ

হয় না সে কভু সমো

মহামিলনের সাগর তরঙ্গে

হারায়ে মিলিলো রত্ন

খন্ড-অখণ্ড এক হলো সেথা

হলো সার্থক সপ্ন ।


Rate this content
Log in

More bengali poem from Debashis Bhattacharya

Similar bengali poem from Classics